Thursday, October 23, 2025

জামায়াত নেতার গাড়িবহরে হামলা

আরও পড়ুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর এক নেতার গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারে তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

গাড়িবহরে হামলার শিকার ওই নেতার নাম কাজী মাওলানা মুখলিছুর রহমান। তিনি জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি পদপ্রার্থী ও হবিগঞ্জ জেলা আমির।

জানা যায়, উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজাপুর চৌধুরী বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক শেষে ফিরছিলেন মুখলিছুর রহমান। পরে তার বহর কাসিমনগর বাজারের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এখন পর্যন্ত কারা হামলা চালিয়েছে সে তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  পটুয়াখালীতে জেলেদের জিম্মি করে চাঁদা আদায় ছাত্রদল সভাপতির!

জামায়াতে ইসলামের হবিগঞ্জ জেলা আমির ও প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ফিরছিলাম। হঠাৎই আমাদের গাড়ি লক্ষ্য করে কেউ ইট ছোড়ে। তখন আমরা গাড়িতে ছিলাম না। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান বলেন, দ্রুত এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আজকের সোনার দাম - Gold Price in Bangladesh

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ কালবেলাকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ