Thursday, October 23, 2025

আজ জামায়াতের আগে যমুনায় যাচ্ছে এনসিপি

আরও পড়ুন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিএনপির পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ বিকেল পাঁচটায় এনসিপি প্রতিনিধিদল এবং সন্ধ্যা ছয়টায় জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, আজ (বুধবার) জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

আরও পড়ুনঃ  শুধু একাত্তর নয়, ৪৭ থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই:

আজ সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।’

জামায়াতের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল যমুনায় যাবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তাঁরা।

আরও পড়ুনঃ  জামায়াত নেতার গাড়িবহরে হামলা

গতকাল রাতে জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছিল, তাদের প্রতিনিধিদল বুধবার (আজ) বিকেল পাঁচটায় যমুনায় যাবে৷ কিন্তু আজ বেলা পৌনে ১২টার দিকে এনসিপি জানায়, পাঁচটায় তাদের প্রতিনিধিদল যমুনায় যাবে৷ অবশ্য এর ঘণ্টাখানেক আগেই জামায়াত তাদের সাক্ষাতের সময় এক ঘণ্টা পিছিয়ে ছয়টায় নির্ধারণের কথা জানায়৷

এনসিপির পক্ষ থেকে দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন৷ তিনি জানান, আজ বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় যাবে৷

আরও পড়ুনঃ  কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিএনপি গতকালের বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি জানিয়ে এসেছে। সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাঁদের অপসারণের দাবিও জানিয়ে আসে তারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ